Jan 13, 2025 - 5 Minutes
মুখে দুর্গন্ধ কেন হয়? মুখের দুর্গন্ধ দূর করার উপায়।
আমাদের মাঝে অনেকেই আছেন যারা মুখের দুর্গন্ধের জন্য প্রায়ই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। অফিস, বাসা, স্বামী, স্ত্রী, বন্ধু-বান্ধবের আড্ডা কোথাও মনখুলে কথা বলতে সমস্যা হয়ে দাঁড়ায় শুধু মুখের দুর্গন্ধের জন্য। আবার অনেকেই আছেন যাদের মুখ থেকে থুথু ফেললে বা ব্রাশ করলে বা যে কোনো জিনিস দিয়ে অল্প খোচা লাগলেও রক্ত পড়ে সাধারণত ডেন্টাল প্লাক, কেলকুলাস (পাথর) ও জিনজিভাইটিস, এই তিনটি কারণে মুখে দুর্গন্ধ এবং রক্তপড়ার সমস্যা হয়। পরামর্শঃ এই সমস্যা দূর করার জন্য ডেন্টাল স্কেলিং করতে হবে এবং সাথে সাথে ওষুধ এবং ভিটামিন-সি খেতে হবে। বায়োডেন্ট সেন্সি রিলিফ টুথপেষ্ট দিয়ে সকালে নাস্তার পরে ও রাতে ঘুমানোর আগে দাঁত ও জিহ্বা ব্রাশ করতে হব। পরামর্শ মেনে চললে ১০ দিনের মধ্যে উপরোক্ত বিব্রতকর সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
বায়োডেন্ট সেন্সি রিলিফ একটি মেডিকেটেড টুথপেস্ট।
- দাঁতের শির শির অনুভূতি দূর করে,
- দাঁত ও মাড়ি সুস্থ ও মজবুত রাখে,
- মুখ দুর্গন্ধ মুক্ত রাখে,
- দাঁত ঝক ঝকে সাদা করে।
- মাড়ির রোগ প্রতিরোধ ও প্রতিকার করে।
তাই দাঁত ও মাড়ির যত্নে নিয়মিত সকালে নাস্তার পরে ও রাতে ঘুমানোর পূর্বে বায়োডেন্ট সেন্সি রিলিফ টুথপেস্ট নিয়ে দাঁত ব্রাশ করুন।
- বায়োডেন্ট সেন্সিরিলিফ টুথপেস্ট ১৪০/- টাকা। (১৪০ গ্রাম)
- বায়োডেন্ট সেনসিরিলিফ টুথপেষ্ট ১০০/- টাকা (৯০ গ্রাম)
- বায়োডেন্ট সেনসিরিলিফ টুথপেষ্ট ৫০/- টাকা (৪০ গ্রাম)
Biodent Oral Health Care ফেসবুক পেইজে Like এবং নিজের ফেসবুক ওয়ালে Share করে Screenshot পাঠালে কুরিয়ার চার্জ ফ্রি। অর্ডার করুনঃ ০১৭১৩ ১৫৫০২০ #Biodent #Toothpaste #দাঁত_এর_যত্নের_গুরুত্বঃ #OralHealthMatters