View More

Jan 13, 2025 - 5 Minutes

বাংলাদেশে প্রথম ডায়াবেটিক টুথপেস্ট I Fast Time In Bangladesh I - Diabetic Toothpaste

মুখের স্বাস্থ্য বলে দেয় শরীরের রক্তে শর্করার মাত্রাসহ সামগ্রিক অসুস্থতা সম্পর্কে। ঠিক তেমনই ডায়াবেটিস হলে মুখে তিনটি সতর্কতার লক্ষণ প্রকাশ পায়। জেনে নিন সেগুলো- শুকনো মুখ টাইপ ১ বা টাইপ ২ ডায়াবেটিসের উভয় ক্ষেত্রেই সাধারণ ও প্রাথমিক লক্ষণগুলোর শুকনো বা শুষ্ক মুখ অন্যতম। সবসময় মুখ ও গলা শুকিয়ে আসে এক্ষেত্রে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে রোগীর মুখের লালা উৎপাদন কমে যায়। মাড়ির রোগ শুধু শুষ্ক মুখ নয়, পাশাপাশি দাঁতের চারপাশে এবং মাড়ির নিচে লালা উৎপাদনকেও প্রভাবিত করে রক্তে শর্করার মাত্রা। শরীরে চিনির পরিমাণ বৃদ্ধি পেলে জীবাণুর সংক্রমণ বেড়ে যায়। ফলে মাড়ির চারপাশে জ্বালা করে। দাঁতের ক্ষতি মাড়ির রোগ হওয়ার কারণে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর দাঁত ক্ষতিগ্রস্ত হয়। মাড়ির চারপাশে প্লাক গঠনের ফলে দাঁত আলগা হতে শুরু করে। ফলে দাঁতের ক্ষয় হতে পারে। গবেষণায় দেখা গেছে, অন্যান্য রোগে আক্রান্তদের তুলনায় ডায়াবেটিস রোগীরা দাঁতের সমস্যায় বেশি ভোগেন। যারা নিয়মিত দাঁতের যত্ন নেন না; তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়ে। দাঁত নষ্ট হওয়ার সাধারণ লক্ষণগুলো হলো- মাড়ির চারপাশ ফুলে যাওয়া, ঘা ও দাঁতের ব্যথা।


একটি ভাল মানের টুথব্রাশ দিয়ে সকল দাঁত এবং মাড়ি ভালভাবে ব্রাশ করুন। যেখানে ব্রাশ করা যায় না, সেখানে ডেন্টাল প্লাক তৈরি হয় বিশেষ করে মাড়ির প্রান্ত বরাবর, মাড়ির নিচে এবং দুই দাঁতের মাঝখানে। দাঁতের ক্ষয় রোধ করতে ফ্লোরাইড ও হায়লুরনিক এসিড সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করুন। এক্ষেত্রে বায়োডেন্ট ডায়াবেটিথ টুথপেস্ট আপনার মুখ ও দাঁতের চিকিৎসায় কার্যকর টুথপেস্ট। এটি বাংলাদেশের প্রথম ডায়াবেটিক টুথপেস্ট।

প্রডাক্টটি পেতে যোগাযোগ করুনঃ ০১৭১৩১৫৫০২০ (whatsapp)